Notifications
Clear all
23/03/2020 4:31 pm
দেহের কোন অংশের সঞ্চালন প্রাক্ষোভিক বহিঃপ্রকাশে অধিক শক্তিশালী?
1 point
হাত পা সঞ্চালন
মুখের অভিব্যক্তি
চোখের পরিবর্তন
ঘাড় সঞ্চালন
নীচের কোনটি ওয়াটসন প্রদত্ত আবেগমূলক প্রতিক্রিয়া নয় --
1 point
ভয়
ভালোবাসা
রাগ
ঈর্ষা
ব্রিজের মতে, শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশলাভ করে?
1 point
১ বছর
২ বছর
৩ বছর
৫ বছর
বিকাশের কোন স্তরে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দেখা যায়?
1 point
উত্তর বাল্যকাল
বয়ঃসন্ধিকাল
প্রাপ্তবয়স্ক
প্রান্তীয় শৈশব
শিক্ষার্থীদের উপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থীর বিকাশে নিম্নোক্ত নেতিবাচক প্রভাব ফেলে --
1 point
শিক্ষার্থীর মধ্যে জটিলতা দেখা যায়।
প্রাক্ষোভিক বিকাশে বাধার সৃষ্টি করে।
শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশে অন্তরায় হয়।
শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়।
নীচের কোনটি শিশুর ক্রোধের কারণ নয় -
1 point
খেলার সামগ্রী যদি ঠিকভাবে কাজ না করে
শিশুর পরিকল্পিত কাজে বাধা সৃষ্টি করলে
তাদের খেলার জিনিস কেড়ে নেওয়া হলে
শিশু নিজের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত মনে করলে
যেসব অনুরাগ মনোভাব, সেন্টিমেন্ট, শিক্ষা, অভ্যাস প্রভৃতির মাধ্যমে গড়ে ওঠে, তাদের বলে -
1 point
ক্ষণস্থায়ী অনুরাগ
দীর্ঘস্থায়ী অনুরাগ
সহজাত অনুরাগ
অর্জিত অনুরাগ
নীচের কোনটি প্রাক্ বিদ্যালয় স্তরে শিশুর প্রক্ষোভের বৈশিষ্ট্য নয় --
1 point
ঘন ঘন প্রক্ষোভ দেখা যায়।
প্রক্ষোভের স্থায়িত্ব খুব কম।
সাধারণত মূর্ত বস্তুকে কেন্দ্র করে প্রক্ষোভ দেখা যায়।
উপরের সবকটি।
মনোবিদ ম্যাকডুগাল এর মতে, মানুষের মৌলিক প্রক্ষোভের সংখ্যা হল
1 point
৭ টি
১৩ টি
১৭ টি
১৯ টি
প্রক্ষোভ হল --
1 point
সংবেদন
প্রত্যক্ষণ
অনুভূতি
অনুভূতির বহিঃপ্রকাশ
পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি কিরূপ মনোভাব গড়ে ওঠে?
1 point
সুমনোভাব
বিরূপ মনোভাব
সন্তোষজনক মনোভাব
সন্তোষজনক ও বিরূপ দুই মনোভাব
শিশুর মধ্যে স্নেহ ভালোবাসা জন্মাতে
1 point
পিতামাতাকে রক্ষণশীল হতে হয়
পিতা সম্পর্কে নমনীয় হতে হয়
পরিস্থিতি অনুযায়ী রক্ষণশীলতা এবং নমনীয়তা প্রয়োজন।
পরিবারের লোকজনের মধ্যে দেওয়া নেওয়ার অভ্যাস গঠন করা প্রয়োজন।
"অনুরাগ হল কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা কাজের প্রতি মানসিক আকর্ষণ" -- এই অভিমতটি ব্যক্ত করেন -
1 point
বিংহাম
হারবার্ট
ক্রো অ্যান্ড ক্রো
জন ডিউই
ক্রোধের বহিঃপ্রকাশ হয়ে থাকে --
1 point
একরকমভাবে
দুরকমভাবে
তিন রকমভাবে
চার রকমভাবে
শিশু আদর করা ও বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে-
1 point
পাঁচ মাস বয়সে
নয়-দশ মাস বয়সে
দেড় বছর বয়সে
দুই বছর বয়সে
একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলতে পারেন?
1 point
মহান ব্যক্তিদের সম্পর্কে বলে
শৃঙ্খলার ধারণা তৈরি করে
নিজে আদর্শের মতো ব্যবহার করে
ভালো গল্প বলে
মনোবিজ্ঞানীদের মতে, প্রক্ষোভের স্তর হল --
1 point
একটি
দুটি
তিনটি
চারটি
সাধারণত কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়?
1 point
প্রায় 3 বছর বয়স পর্যন্ত।
প্রায় 4 বছর বয়স পর্যন্ত।
প্রায় 8 বছর বয়স পর্যন্ত।
সঠিক বলা যায় না।
জ্ঞানার্জনে প্রক্ষোভের ভূমিকা --
1 point
সর্বদা ইতিবাচক
সর্বদা নেতিবাচক
বিশেষ গুরুত্বপূর্ণ
নির্ধারণ করা বেশ জটিল
ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরটিকে রহস্যমূলক স্তর বলা হয়?
1 point
শৈশব
বয়ঃসন্ধিক্ষণ
প্রাপ্তবয়স্ক
কোনোটাই নয়।
26/03/2020 9:41 am
Answer sheet dila valo hoto