বিষয় - বাংলা প্রাইমারী টেট প্রস্তুতি
1)বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি?
উঃ 11 টি
2)বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
উঃ39 টি
3)বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
উঃ 7টি
4)বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত?
উঃ 2 টি
5)বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর স্বরধ্বনি সংখ্যা কত?
উঃ 7টি
6)বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
উঃ 10 টি
7)বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টি?
উঃ 50 টি
8)বাংলা বর্ণমালায় অল্পপ্রান ধ্বনির সংখ্যা কত?
উঃ 13 টি
9)বাংলা বর্ণমালায় মহাপ্রান ধ্বনির সংখ্যা কয়টি?
উঃ 11 টি
10)বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনির সংখ্যা কয়টি?
উঃ 8 টি
11)বাংলা বর্ণমালায় শিষ ধ্বনির সংখ্যা কয়টি?
উঃ 4 টি
12)এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি তৈরি হয়?
উঃ শব্দ
13)বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
উঃ বিশেষণ
14)ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উঃ ছন্দতত্ত্বে
15)বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?
উঃ রাজারামমোহন রায়
16)বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
উঃ ধ্বনিতত্ত্বে
17)বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়?
উঃ দুই প্রকার
18)রাজারামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
উঃ গৌড়িয় ব্যাকরণ
19)প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উঃ শব্দতত্ত্বে
20)শব্দের ক্ষুদ্রতম একক কি?
উঃ ধ্বনিমূল
21)শব্দতত্ত্বের অপর নাম কী?
উঃ রূপতত্ত্ব
22)ভাষাকে রূপদান করতে কিসের সাহায্যে নিতে হয়?
উঃ বাগযন্ত্রের
23)ব্যাকরণের কাজ কি?
উঃ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
24)ধ্বনির প্রতীক কি?
উঃ বর্ণ
25)বাংলা ভাষায় প্রচলিত বিদেশী শব্দের ভাবনুবাদমূলক প্রতিশব্দকে কি বলে?
উঃ পারিভাষিক শব্দ
26)মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
উঃ ভাষা
27)ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণরা যে ভাষায় কথা বলে তার নাম কি?
উঃ উপভাষা
28)আঞ্চলিক ভাষার অপর নাম কি?
উঃ উপভাষা
29)মানুষের কন্ঠ নিঃসৃত বাক্ সংকেতের সংগঠন কে কি বলে?
উঃ ভাষা
30)ভাষা কি?
উঃ ভাব প্রকাশের মাধ্যম
31)সংস্কৃত ভাষায় কয়টি সংস্কৃত উপসর্গ আছে?
উঃ 20 টি
32)বাক্যের ক্ষুদ্রতম একক কি?
উঃ শব্দ
33)ধ্বনির লিখিত রূপ কি?
উঃ বর্ণ
34)শব্দ ও ধাতুর মূলকে কি বলে?
উঃ প্রকৃতি
35)ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় যার সাহায্যে_
- উঃ স্বধ্বনির